২ ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে

  
    

রবিবার বার্মিহ্যামে ইংল্যান্ডের কাছেই থেমে গেল ভারতের জয়রথ। ইংল্যান্ড ৩১ রানে হারিয়ে দিল ভারতকে। ১৯৯২ সালের পর এই প্রথম বিশ্বকাপে ভারতকে হারাল ইংল্যান্ড। সমস্যায় পড়ে গেল  পাকিস্তান ও বাংলাদেশ। ভারত জিতলে সুবিধা হত দুই দেশেরই।

নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই সেমিফাইনালে উঠে যাবে স্বাগতিকরা।

ইংল্যান্ডের জয়ে বাংলাদেশের সেমিফাইনালের আশা অনেকটাই নিভে গেল। শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না মাশরাফি-মুশফিকদের, প্রার্থনা করতে হবে ইংল্যান্ড যেন নিউজিল্যান্ডের কাছে হারে।

8 ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টেবিলের শীর্ষ দল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ১১ পয়েন্ট নিয়ে আছে ভারত ও নিউজিল্যান্ড। এখন ৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে ইংল্যান্ড। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে প্রথম তিনটি দলের সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments