কেনিয়ার নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে একদিনের ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন শহীদ আফ্রিদির। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরি হিসেবে রেকর্ডটা টিকে ছিল ১৮ বছর।
আফ্রিদি তার আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ এক চমকপ্রদ তথ্য দিয়েছেন এই সেঞ্চুরি সম্পর্কে। তিনি লিখেছেন যে, ‘শচীন নিজের ফেবারিট ব্যাটটা দিয়েছিল ওয়াকার ইউনুসকে শিয়ালকোটে নিয়ে যাওয়ার জন্য। ওয়াকার ওই ব্যাট শিয়ালকোটে নিয়ে যাওয়ার আগে তাকে দিয়েছিল। ১৯৯৬ সালের ৪ অক্টোবর আফ্রিদি সেই ব্যাট দিয়েই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
সেই ম্যাচটা ছিল একদিনের ক্রিকেটে আফ্রিদির দ্বিতীয় ম্যাচ। সেদিন তিনি ১০২ রান করেছিলেন। ইনিংসে ছিল ১১টা ছয়, ৬টা চার।