এক এককে এক
ইতিহাসে এমন যুদ্ধ
আছে কি আরেক?
দুই এককে দুই
বাঙালিদের বিরুদ্ধে সব
রাঘব বোয়াল রুই।
তিন এককে তিন
পাকিস্তানের দোস্ত তখন
আমেরিকা ও চীন।
চার এককে চার
অকুতোভয় সাহস ছিলো
মুজিব ইন্দিরার।
পাঁচ এককে পাঁচ
ইয়াহিয়ার ঘাড়ের ওপর
মুক্তিকামীর আঁচ।
ছয় এককে ছয়
বাঙালিদের শরীর মনে
জয় বাংলার জয়।
সাত এককে সাত
স্বাধীনতার প্রতীক হলো
তর্জনী ও হাত।