অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  
    
প্রশান্তিকা ডেস্ক : গতকালঅস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস মিডিয়া ক্লাবের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো সিডনির লাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্টে।
পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২-২০২৪ সালের নতুন কমিটির নাম ঘোষণা করা হয় সর্বজনের সম্মতিক্রমে।  নতুন কমিটির সভাপতি রহমতুল্লাহ, সহ সভাপতি মোঃ সফিকুল আলম, কাজী সুলতানা শিমি  এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল।
.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রহমতুল্লাহ ও সঞ্চালনা করেন শাখাওয়াত নয়ন।
অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসীদের দেশটির প্রথম জাতি হিসেবে স্বীকৃতিপত্র পাঠ করেন বেলাল হোসাইন। অনলাইনে সংযুক্ত হয়ে  বাজেট পেশ করেন কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ খোকন।
সাধারন সম্পাদক ইকবাল ইউসুফ টুটুলের বাৎসরিক রিপোর্ট পেশ ও সভাপতি রহমতউল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যরের পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং এসবিএস বাংলা রেডিওর সাবেক প্রধান আবু রেজা আরেফীনকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা দেন।
অস্ট্রেলিয়ার প্রবাসী রেডিও, টিভি, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট, মিডিয়াকর্মী এবং অস্ট্রেলিয়াব বসবাসরত বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব’ গঠিত। এ সংগঠনে প্রায়
৩০টিরও বেশী মিডিয়াকর্মী ও ফ্রি ল্যান্সারা জড়িত আছে। নির্বাচন কমিশনার সকলের উপস্থিতে সিলেকশনের মাধ্যমে ২৪ সদস্য বিশিষ্ট সংবাদকর্মীদের নিয়ে একটি নতুন কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৪ ঘোষণা করেন।
১.সভাপতি:
মো: রহমতুল্লাহ (বিদেশবাংলা)
২.সহ সভাপতি
ক) শফিকুল আলম (বাংলাকথা)
খ) কলামিস্ট কাজী সুলতানা সিমি ( ভোরের কাগজ)
৩.সাধারন সম্পাদক:
ইকবাল ইউসুফ টুটুল (সম্পাদক, প্রবাসবাংলা)
৪.যুগ্ন-সাধারণ সম্পাদক: ক) ড. শাখাওয়াত নয়ন (কলামিস্ট)
খ.সোলেইমান দেওয়ান (প্রকাশক প্রভাতফেরী পত্রিকা)
৫.কোষাধক্ষ্য :
মো: আবুল কালাম আজাদ খোকন (সম্পাদক নবধারা নিউজ)
৬.সাংগঠনিক সম্পাদক:
এস এম আমিনুল ইসলাম রুবেল (সময় টিভি প্রতিনিধি)
সাংগঠনিক সম্পাদক- নির্জন মোশারফ ( বাংলাভিশন, ঢাকা পোস্ট)
সাংগঠনিক সম্পাদক- আকাশ দে ( আরটিভি)
৭.গণসংযোগ সম্পাদক: বেলাল হোসাইন (সম্পাদক নিউজ এস ২৪.কম)
৮. সাংস্কৃতিক সম্পাদক: এলিজা টুম্পা (আরঙ্গ অনলাইন)
এছাড়া, এই কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন: কলামিস্ট আবুল হাসনাত মিল্টন, সম্পাদক আল নোমান শামীম (মুক্তমঞ্চ পত্রিকা), সম্পাদক আবু তারিক (সিডনি বেঙ্গলিজ), সম্পাদক আব্দুল মতিন (সিডনিবাসী-বাংলা), সাহাদাত মানিক (প্রিয় অস্ট্রেলিয়া), মারিয়া মুন ( ডিবিসি নিউজ),কলামিস্ট নাদেরা নদী, সম্পাদক আসলাম মোল্লা (বাংলাবার্তা) আসওয়াদুল বাবু (জন্মভূমি), হাসনা হেনা (মিডিয়া ব্যক্তিত্ব)।
সংবাদ বিজ্ঞপ্তি। 
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments